ই-ভ্যালী’র পাশে থাকবে বিআইজেএফ

৩১ অক্টোবর, ২০১৯ ১০:৪৪  
দেশের ই-কমার্স খাতের উন্নয়নে দেশীয় উদ্যোগ হিসেবে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালী’র পাশে থাকবে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালী কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সিনিয়র নেতৃবৃন্দ। বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে বৈঠকে অংশ নেন সাধারণ সম্পাদক হাসান জাকির, কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান সোহেল ও রাহিতুল ইসলাম এবং সদস্য শাওন সোলায়মান। বৈঠকে বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, দেশের ই- কমার্স খাতের অন্যতম নবীন সদস্য ইভ্যালী। নিজেদের যাত্রা শুরুর খুবই কম সময়ের মাঝে বাজারে দারুণ সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। একই সাথে তারা আমাদের দেশীয় উদ্যোগ। পেশাজীবী সাংবাদিকদের সংগঠন হিসেবে বিআইজেএফ সবসময় প্রতিষ্ঠানটির পাশে থাকবে। আই‌সি‌টি সাংবা‌দিক‌দের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিআই‌জেএফ সাধারণ সম্পাদক হাসান জা‌কির। এ প্রস্তাব সাদ‌রে গ্রহণ ক‌রে বিআই‌জেএফের স‌ঙ্গে কাজ করার অঙ্গীকার ক‌রেন ইভ্যা‌লির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। তিনি বলেন, দেশের আইসিটি খাতের সাংবাদিকদের দীর্ঘ দিনের স্বনামধন্য সংগঠন বিআইজেএফ। আর দেশের আইসিটি এবং ই - কমার্স খাতের উন্নয়নে আইসিটি সাংবাদিকদের অবদান অপরিসীম। সঙ্গত কারণে এই ধরনের আশ্বাস ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের পথকে আরো এগিয়ে নেবে। ই-ভ্যালী সেই উদ্যোগেরই অংশীদার।